Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

****ওড়াকান্দি ইউনিয়ন তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম ****

শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে শিশুর জন্ম নিবন্ধন শিশুর অধিকার এবং সে অধিকার নিশ্চিত করা পিতা মাতার দায়িত্ব

জন্ম নিবন্ধন সার্টিফিকেট নতুন আপডেট আসছে যাদের লাগবে তাহারা সংগ্রহ করতে পারেন। এবং যাহারা নতুন জন্ম নিবন্ধন করতে চান তাহারা জন্মের প্রমান পত্রসহ পিতা মাতার ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ডরে কপি সঙ্গে নিয়ে আসবেন যাদের বয়স ২০০০ সালের পরে।


প্রখ্যাত ব্যাক্তিত্ব

 

 মহামানব শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর হিন্দু সম্প্রদায়ের মতুয়া ধর্মের প্রতিষ্ঠাতা। ওড়াকান্দি তার লীলা  করেন তার উত্তরশরিরা বর্তমানে আছেন যাদের মধ্য শ্রী সুব্রত ঠাকুর হিল্টু জিনি সরকারী এসকে কলেজ থেকে জি.এস এবং ভি.পি নিবাচিত হন পরবতির্তে তিনি ওড়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান নিবাচিত হন এবং তার পর তিনি কাশিয়ানী উজেলার চেয়ারম্যান হন। এবং বর্তমানে শ্রী সুব্রত ঠাকুর কাশিয়ানী উপজেলার চেয়ারম্যান আছেন।

শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরে লীল গ্রন্থ হলো মতুয়াদের একমাত্র ধর্ম গ্রন্থ যে গ্রন্থের নাম-শ্রী শ্রী হরিলীলামিত।

শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মউৎব উপলক্ষে প্রতিবৎসর চৈত্র মাসের কৃষ্ণপক্ষের তৃয়দশী তীথিতে ওড়াকান্দি ঠাকুর বাড়ী বারুনী স্নান ও দিন ব্যাপি ধর্মী মেলা অনুষ্ঠিত হয়। যে মেলায় কয় এক লক্ষ মানুষের সমোগম হয়।