Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

****ওড়াকান্দি ইউনিয়ন তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম ****

শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে শিশুর জন্ম নিবন্ধন শিশুর অধিকার এবং সে অধিকার নিশ্চিত করা পিতা মাতার দায়িত্ব

জন্ম নিবন্ধন সার্টিফিকেট নতুন আপডেট আসছে যাদের লাগবে তাহারা সংগ্রহ করতে পারেন। এবং যাহারা নতুন জন্ম নিবন্ধন করতে চান তাহারা জন্মের প্রমান পত্রসহ পিতা মাতার ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ডরে কপি সঙ্গে নিয়ে আসবেন যাদের বয়স ২০০০ সালের পরে।


কি কি সেবা পাবেন

 

সরকারি সেবাসমূহ : বিভিন্ন সরকারি ফরম, পাবলিক পরীক্ষার ফলাফল, অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, অনলাইন জন্ম-মৃত্যু নিবন্ধন, ভিজিএফ-ভিজিডি তালিকা ও নাগরিক সনদ প্রভৃতি।

জীবনজীবিকা ভিত্তিক তথ্য : কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও মানবাধিকার, পর্যটন, অকৃষি উদ্যোগ প্রভৃতি। জীবনজীবিকা ভিত্তিক তথ্যভান্ডার ‘জাতীয় ই-তথ্যকোষ’ (www.infokosh.bangladesh.gov.bd) থেকে এ তথ্যসমূহ প্রদান করা হয়ে থাকে। অনলাইনের পাশাপাশি ইউআইএসসিসমূহে জাতীয় ই-তথ্যকোষের অফলাইন ভার্সনও (সিডি/ডিভিডি) রয়েছে, যাতে করে ইন্টারনেট সংযোগ না থাকলেও নিরবিচ্ছিন্ন সেবা দেওয়া সম্ভব হয়।

বানিজ্যিক সেবা: মোবাইল ব্যাংকিং (ডাচ বাংলা, ট্রাস্ট ব্যাংক, ব্রাক ব্যাংক-বিকাশ, মাকেন্টাইল ব্যাংক), ব্রিটিশ কাউন্সিলের ইংরেজী শিক্ষা, কম্পিউটার প্রশিক্ষণ, ছবি তোলা, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল, চাকুরির তথ্য, কম্পোজ, ভিসা আবেদন ও ট্র্যাকিং, দেশে-বিদেশে ভিডিওতে কনফারেন্সিং, সচেতনতামূলক ভিডিও শো, প্রিন্টিং, স্ক্যানিং, ফটোকপি, লেমিনেটিং, ফ্লেক্সিলোড, ফোন কল করা প্রভৃতি।