Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

****ওড়াকান্দি ইউনিয়ন তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম ****

শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে শিশুর জন্ম নিবন্ধন শিশুর অধিকার এবং সে অধিকার নিশ্চিত করা পিতা মাতার দায়িত্ব

জন্ম নিবন্ধন সার্টিফিকেট নতুন আপডেট আসছে যাদের লাগবে তাহারা সংগ্রহ করতে পারেন। এবং যাহারা নতুন জন্ম নিবন্ধন করতে চান তাহারা জন্মের প্রমান পত্রসহ পিতা মাতার ডিজিটাল জন্ম নিবন্ধন কার্ডরে কপি সঙ্গে নিয়ে আসবেন যাদের বয়স ২০০০ সালের পরে।


এক নজরে ইউনিয়ন পরিষদ

ওড়াকান্দি একটি ঐতিয্যবাহি ইউনিয়ন কারন এখানে অনেক কৃত্তিমান ব্যক্তিদের জন্ম হয়েছে যেমন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং মক্তি বারিধী শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর ।এখানে প্রতি বৎসর চৈত্র মাসে কৃষ্ণপক্ষ ত্রয়োদশিতে বারুনি স্নান হয় ও সাত দিন ব্যাপি মেলা হয় এই মেলায় লক্ষাদিক মানুসের সমগম ঘটে।

 

ক) নাম – ৮ নং ওড়াকান্দি ইউগনিয়ন।

খ) আয়তন – ১০.৭০ (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা – ৩০২৮৮ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ০৮ টি।

ঙ) মৌজার সংখ্যা – ৪ টি।

চ) হাট/বাজার সংখ্যা -৪ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম –বাস- সিএনজি/রিক্সা।

জ) শিক্ষার হার – ৪৯%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৮টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০২টি,     

    উচ্চ বিদ্যালয়ঃ ০২টি,

    মাদ্রাসা- ৪টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব বদরুল আলম।

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ১ টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – ওড়াকান্দি ঠাকুর বাড়ী।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/২০০৬ইং।

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) চেয়ারম্যান শপথ গ্রহণের তারিখ – ২৮/১২/২০২১ইং 

                                   ২) সদস্যদের শপথ গ্রহনের তারিখ-২৯-১২-২০২১

                                    ২) প্রথম সভার তারিখ –৩০/১২/২০২১ ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ০৯/১২/২০২৬ইং

ঢ) গ্রাম সমূহের নাম –

             ওড়াকান্দি          আড়কান্দী            মাইজকান্দী

             এড়ুয়াকান্দী        খাগড়াবাড়ীয়া         তিলছড়া

             কামারোল           গোপালপুর

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

              ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।